ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর মধুসাইর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)।
বক্তব্যে তিনি বলেন, চান্দিনাকে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ ও ইভটিজিং মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে হাতপাখার বিজয় নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, যদি হাতপাখা বিজয়ী হয়, তাহলে ১০০ টাকার বাজেট আসলে ১০০ টাকারই কাজ হবে, ১ টাকা এদিক-সেদিক হবে না ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি ইসমাইল হোসেন, দাওয়াহ ও প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহাদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সহ-সভাপতি এইচ এম শাহজালা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ কাজী ও সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ।
এছাড়া বাংলাদেশ মুজাহিদ কমিটি এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহপরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন।
সম্মেলনে ইউনিয়ন ও স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।