ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার
উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত টি-টেন ক্রিকেট লীগ সিজন–৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া ৮ নং ওয়ার্ডের মাঠে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলায় বন্ধু ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এলিভেন ফাইটার্স ক্রিকেট একাদশ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল উত্তেজনা, আর দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।
ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার সুলতান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক এনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সালাউদ্দিন আহমেদ,
মেম্বার মাসুম বিল্লাল,মিজানুর রহমান,আল মামুন,
আনোয়ার হোসেন,
মামুনুর রশিদ সরকার,
মোশাররফ হোসেন আরিফ,
ওমর ফারুক,বিল্লাল সরকার,
জাহিদ হাসান মুকুল,বোরহান উদ্দিন,কাউসার আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জসীম উদ্দিন,আবুল হোসেন,
সফিকুল ইসলাম,জয়নাল আবেদিন,সেলিম মাস্টার
মোবারক হোসেন,শাহ আলম,
নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুল ইসলাম সাঈদ।
বক্তারা তাঁদের বক্তব্যে আয়োজক ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবকে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন ক্রীড়ানুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।