ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার ঘাটিগড়া গ্রামের পশ্চিমপাড়ার দীর্ঘদিনের চলাচলে অনুপযোগী কাঁচা রাস্তা সংস্কার করেছেন এনসিপির প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি। নিজস্ব অর্থায়ন ও নিজ উদ্যোগে তিনি রাস্তাটিতে ইট-সুড়কি ও সিলেকশন বালি ফেলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটিগড়া গ্রামের পশ্চিমপাড়ার ওই সড়কটি বহু বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় ছিল। বর্ষার মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হতো, ফলে পথচারী ও যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আবুল কাশেম অভি। তিনি নিজ খরচে ইট-সুড়কি ও বালি এনে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন। তার এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি ফিরে এসেছে।
পশ্চিমপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন,বহু বছর ধরে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কষ্টকর ছিল। বৃষ্টির সময় তো একেবারেই চলাচল করা যেত না। অভি ভাই নিজের টাকায় রাস্তা ঠিক করে আমাদের অনেক উপকার করেছেন।
এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের এই পদক্ষেপ অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আবুল কাশেম অভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে এনসিপির প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি বলেন, আমি সবসময় চাই আমার এলাকার মানুষ যেন কষ্টে না থাকে। সরকারের উদ্যোগের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও যদি একটু এগিয়ে আসি, তাহলে সমাজের অনেক সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই ধরনের স্বতঃস্ফূর্ত জনসেবামূলক উদ্যোগ চান্দিনায় উন্নয়নের ধারা আরও এগিয়ে নিতে সহায়ক হবে।