ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বাস জব্দ করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জব্দ হওয়া বাসগুলো হলো, তিসা, পাপিয়া, নিউ একতা, রুপালি সুপার এবং লাব্বাইক।
মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় উল্লিখিত বাসগুলো অবৈধভাবে দাঁড়িয়ে থেকে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি করে। খবর পেয়ে দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় দায়িত্বপ্রাপ্তদের কাছে কারণ জানতে চাইলে তারা কোনো সঠিক জবাব দিতে পারেনি। পরবর্তীতে কাগজপত্র যাচাই করে দেখা যায়, গাড়িগুলো চলাচলের জন্য অনুপযোগী। পরে বাসগুলো জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সেনা কর্মকর্তারা জানান, গৌরিপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত জনসাধারণ ভোগান্তিতে পড়ছে। এ ধরনের জনদুর্ভোগ দূরীকরণে সেনাবাহিনী সর্বদা কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই থেকে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় দাউদকান্দি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েনের পর থেকে তারা মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।