ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হক কাসেমী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এতে অংশ নেন। সভার কার্যক্রম পরিচালনা করেন কমিটির সমন্বয়কারী সোলাইমান সরকার।
আলোচনায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামীর জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম, চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি মাওলানা মারুফ হোসাইন, মুফতী ইসমাইল হোসাইন, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া, যুব আন্দোলন সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।