ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সুমি আক্তার (২৫) এবং তার সহযোগী মো. সাগর (২৪) গ্রেপ্তার হয়েছেন। এসময় তাদের আস্থানা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, চান্দিনা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আসামিদের আস্থানা থেকে ৫১ হাজার ২৭০ টাকা নগদ, ১৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১৬টি স্কিন টাচ মোবাইল, ৬টি বাটন মোবাইল এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই থেকে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েনের পর থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।